স্বাস্থ্যবিধি থেকে লাল চিনি কেন কিনবেন?
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার দেশ বিখ্যাত ঐতিহ্যবাহী হাতে তৈরী লাল পাউডার চিনি। হাতে তৈরি এ লাল চিনি দিয়ে বানানো পিঠা, পায়েস, নাড়ু, মোয়া, ক্ষীর খেতে ভারি সুস্বাদু। শতভাগ বিশুদ্ধ ও নির্ভেজাল। স্বাস্থ্যবিধি সরাসরি কৃষকদের কাছ থেকে এ চিনি সংগ্রহ করে।
লাল চিনির উপকারিতা
লাল চিনি রিফাইন বা পরিশোধন করতে গিয়ে ভিটামিন, মিনারেল, প্রোটিন, এনজাইম এবং অন্যান্য উপকারী পুষ্টি উপাদান দূর হয়ে যায়। চিনি পরিশোধ করতে ব্যবহার করা হয় সালফার এবং হাড়ের গুঁড়া।
অনেকগুলো উপকারী বা বিধব্বংসী দিক থাকার কারণেই ড. উইলিয়াম কোডা মার্টিন সাদা চিনিকে ‘বিষ’ বলেছেন। তাই সাদা চিনি বাদ দিয়ে তিনি লাল চিনি খাওয়ার ওপর জোর দিয়েছেন।
আসুন আমরা সবাই সাদা চিনির পরিবর্তে লাল চিনি ব্যবহার করি, সুস্থ থাকি।
Reviews
There are no reviews yet.